• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গ শহীদি মার্চ’ কর্মসূচি পালন

কবীর হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)বিকাল চারটার দিকে আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগান নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। এরপর র‍্যালিটি নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীরা সমবেত হয়।

সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

এ কর্মসূচির প্রধান সমন্বয়ক এস এম হাফিজুর রহমান
বলেন, এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তারা সবাই গাজী। আর যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ। মনে রাখতে হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তিনি বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষে আমাদের সততা নিষ্ঠা ও আদর্শ থাকতে হবে।

তিনি আরো বলেন, এখনো কিছু দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।