ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত সোমবার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলেক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদর বাজারের অলিগলি সহ প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিনের পর স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে এক সমাবেশ করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল হাসান। সমাবেশের সার্বিক পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল হাসান হৃদয়।
সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতা মোঃ আজাদ খান, আনোয়ার আলী মোল্যা, গোলাম মোস্তফা, লিয়াকত আলী মোল্যা, রাসেল জামান, শেখ মনিরুজ্জামান প্রমূখ। সভাশেষে মনোরম কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।