• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য — জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা ২০ আশ্বিন (৫ অক্টোবর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। বাংলাদেশের দ্রুত উন্নয়ন হচ্ছে বিধায় জ্বালানির চাহিদাও দ্রুত বাড়ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে রূপকল্প-২০২১ ও রূপকল্প -২০৪১ বাস্তবায়ন করতে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ২টি এফএসআরইউ’র মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হচ্ছে।

          প্রতিমন্ত্রী আজ জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসেফিক এনার্জি রিসার্চ সেন্টার যৌথভাবে আয়োজিত ‘১০ম এলএনজি  উৎপাদক-ভোক্তা সম্মেলন’-এ ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান-২০১৭ অনুযায়ি বাংলাদেশে ২০৩০ সালের গ্যাসের চাহিদা প্রক্কলন করা হয়েছে ৪৬২২ এমএমসিএফডি এবং ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদন করতেই ৩১৫০ এমএমসিএফডি গ্যাস লাগবে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে দীর্ঘমেয়াদি ও স্পট কোটেশনের মধ্যমে এলএনজি আমদানি করছে। এলএনজি আমদানির পাশাপাশি গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, ১০ম এলএনজি  উৎপাদক-ভোক্তা সম্মেলন এলএনজি উৎপাদক ও  ভোক্তা উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া বৃদ্ধি করতে সহায়তা করবে যা প্রকারান্তে এলএনজি খাতকেই  লাভবান করবে।

          সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।

          অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মিশরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা (Tarek El Molla), ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরফিন তাসরিফ (Arfin Tasrif), কোরিয়া প্রজাতন্ত্রের জ্বালানি শিল্প, বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাং কিউংসুং (Kang Kzungsung), রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী পাভেল সোরোকিন (Pavel Sorokin), থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী সুপ্তানাপং পুনমিচাও (Supattanapong Punmeechaow) ও গ্যাস রপ্তানিকারক দেশসমূহের ফোরামের মহাসচিব ড. ইউরি পি সেন্টুরিন (Dr. Yury P. Sentyurin) ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।