• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর কবির,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ইতোমধ্যে হাঁস-মুরগীর ডিম উৎপাদনে লক্ষ‍্যমাত্রা অর্জন করেছে। দুধ উৎপাদনেও লক্ষ‍্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ।

এর আগে ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান,পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।