• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা সরকারি কলেজে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অপরদিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে একইদিন সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় বর্ণাঢ্য এক র‌্যালি বের করেন।র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে বিদ্যালয়টির সকল শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের খবর পাওয়া গেছে।

কবীর হোসেন
৫ অক্টোবর ২০২৪
০১৭১৬৪৫৫৮৩৬

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।