• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
শিক্ষকদের অশ্রুসিক্ত নয়নে!! আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষকদের অশ্রুসিক্ত নয়নে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সভাকক্ষে
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ
সংবর্ধনা দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখসহ অনেকে।

এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এখানে শিক্ষা অফিসার হিসেবে কাজ করে গেলাম, আমি সকলের জন্য শুভকামনা জানাই এবং আমার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি এ দায়িত্ববোধ থেকে মানসম্মত শিক্ষা অর্জনে প্রাথমিক শিক্ষাকে আলোকিত করবে । আপনারা আমার ভালো টুকু গ্রহণ করবেন আর খারাপ টুকু ভুলে যাবেন । আমি সবসময় বলি আপনারা এই অফিসটি কে শিক্ষা অফিস না বলে আমাদের অফিস বলবেন। নিজের অফিস মনে করবেন। তাহলে এই অফিসটা ঠিক থাকবে।

আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ : ৫ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।