কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় হাফেজিয়া গোরস্থান মাদ্রাসায় কোরআনের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার বানা-পাঁচুড়িয়া হাফেজিয়া গোরস্থান মাদরাসা মাঠ প্রাঙ্গনে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের কোরআন শিক্ষার সবক প্রদান ও শিক্ষার্থীদের মেধানুসারে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সাথে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেমায়েত হোসেন মোল্যার সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ফরিদপুরের সালতা উপজেলার বাহিরদিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা শাহ্ আকরাম আলী।
বানা-পাঁচুড়িয়া হাফেজিয়া গোরস্থান মাদরাসার মুহতামিম, হাফেজ মোঃ ছফিউল্লাহের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিয়া রাকিবুল,বিশিষ্ট স্কুল শিক্ষক মোশারফ হোসেন, সাহাবুল আলম, মুফতি মাহমুদুল হাসান শামীম, মাদ্রাসার সহকারী শিক্ষক আবির হোসেন প্রমুখসহ অনেকে ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। তোমাদের মানুষের মত মানুষ হতে হবে। এ মাদরাসার সুনাম যাতে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই কাজ তোমাদের করতে হবে।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ৪ জানুয়ারি ২০২৫