মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকররকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের মামলায় সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে জামিন দিয়েছে আদালত।
সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) তারিখে ফরিদপুর জেলা দায়রা জজ আদালত থেকে জামিন পান বাবু মোল্লা।
বাবু মোল্যার আইনজীবী এ্যাড. সানোয়ার হোসেন জানান, ফরিদপুরের মাননীয় জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখের আদালত থেকে ক্রিমিনাল মিসকেস (১১৯১/২২) মামলা থেকে বিজ্ঞ আদালত বাবু মোল্যার জামিন মুন্জুর করেন।
জামিনের কাগজ ফরিদপুর জেলা কারাগারে পৌছালে সোমবার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন।
এর আগে গত (১৬ আগস্ট ২০২২) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ, গত ২০২১ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সালথায় নজিরবিহীন সহিংসতায় সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশ সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাসহ ৪৮৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে।
৫ সেপ্টেম্বর ২০২২