দিনাজপুরের ৫ নং শশরা ইউনিয়নে হাম রুবেলা ক্যাম্পেইন সুপারভিশন
দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নে হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ এর সুপারভিশন ও অনলাইন আর সি এম সম্পাদন কর্মসূচি অনুষ্ঠিত।
মঙ্গলবার (৫ জানুয়ারী) ৫ নং শশরা ইউনিয়নের শিবডাংগী কমিউনিটি ক্লিনিক,হাজীপাড়া ও বৈরাগী পাড়ায় হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ এর সুপারভিশন করেন ডা: শাহ মোঃ এজাজ -উল হক, এম ও সি এস।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আজাদ আলী,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, দিনাজপুর।
হাম রুবেলা ক্যাম্পেইন ২০২০ এর পরিদর্শন শেষে অনলাইনে সুপারভিশন প্রতিবেদন DHIS2 Capture সফটওয়্যার এর মাধ্যমে আপলোড করেন। এরপর তারা কাগজীপাড়া গ্রামে অনলাইন এপসের মাধ্যমে আর সি এম প্রতিবেদন আপলোড করেন।