শাহরীন ইসলাম মাহিন,কলেজ প্রতিনিধি,ফরিদপুর
বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু সারা বছরব্যাপী হচ্ছে। এরমধ্যে আক্রান্তের গ্রাফ সবচেয়ে ওপরের দিকে থাকে জুলাই ও অগাস্ট মাসে। এবারের পরিস্থিতি ২০১৯ সালের আক্রান্ত এবং ২০২২ সালের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ৩০শে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ১৩৮ জন। এ সময়ে মারা গেছেন ২৪৭ জন।
এরমধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১৬০ জন, এবং মারা গেছেন ২০০ জন।
এর আগে ২০১৯ সালের জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ওই বছর অগাস্ট মাসে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ৫২ হাজার ৬৩৬ জনে দাঁড়ায়। মারা যান ৯০ জন।
চলতি বছরের অগাস্টেও পরিস্থিতি বিরূপ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এ বছরের শুরু থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং এ পর্যন্ত রেকর্ডসংখ্যক ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে যে-সংখ্যক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল তার চেয়ে সাত গুণ বেশি আক্রান্ত হয়েছে জুলাইয়ে।
এ বছর ফরিদপুর জেলায় প্রায় ১৫ জন মারা গিয়েছেন এবং আক্রান্ত হয়েছে ৫ হাজারের বেশি মানুষ।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন ফরিদপুরের পৃষ্ঠপোষকতায় ও জেলা সিভিল সার্জন অফিসের সহায়তায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা কতৃক আয়োজিত “Fight The Bite” নামক ডেংগু সচেতনতামূলক কর্মসূচী একঝাক তরুন হলুদ স্বেচ্ছাসেবীদের সহায়তায় প্রথম দিনের কর্মসূচী হয় পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ এ।
এর পরে তারা আরো ৩টা স্কুলে এই সচেতনামূলক কর্মসূচি আয়োজন করবে।
এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের এডিস মশা ও ডেংগু রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।এই ইভেন্টে ভিবিডি ফরিদপুরের সকল ভলান্টিয়ার সহ উপস্থিত ছিলেন ভিবিডি ফরিদপুরের প্রেসিডেন্ট , জেনারেল সেক্রেটারি ও সিভিল সার্জন অফিসের দুজন প্রতিনিধি।
সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা ডেঙ্গু সম্পর্কে স্কুলের বাচ্চাদের অনেক কিছু জানায় এবং তাদেরকে সচেতন করে।
ভিবিডি ফরিদপুরের প্রেসিডেন্ট শাহিনুর রহমান পান্থ বলেন ” ভিবিডির অকুতোভয় ভলান্টিয়াররা সব সময় দেশের যেকোন দুর্যোগ , মহামারী স্বাস্থ্য অবস্থা নিশ্চিতের জন্য সব সময় কাজ করে থাকে। এমন সব ভালো কাজের মধ্যে দিয়ে ভিবিডি ফরিদপুরের ভলান্টিয়াররা সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন”।