• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দিনাজপুরে নতুন করোনা পজিটিভ সংখ্যা ৭ জন, মোট পজিটিভ সংখ্যা-২৯, সুস্থ-৪, মৃত-১       
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ ৪৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৭টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও  ৩৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।  পজিটিভ ব্যাক্তিরা হলেন  কাহারোল উপজেলার ৩জন,পার্বতীপুর উপজেলায় ৩জন, নবাবগঞ্জ উপজেলায় ১ জন।
মঙ্গলবার (৫ মে) দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, হোম আইসোলেশনে
থাকা ৪ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১) সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
দিনাজপুর  জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২৮ জন ও মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। সুস্থ হয়েছে ৪ জন।  আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় শিশুসহ ৭ জন(সুস্থ ২ জন ) , নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন, বোচাগঞ্জে ১ জন, ঘোড়াঘাটে ২ জন,  কাহারোলে ৭ জন ও হাকিমপুরে ২ জন।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়  হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৬৯ জন।  বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৫৫৯৫ জনের মধ্যে ৩৯২৪ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭১ জন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২০০ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ৪৮ জন।
মঙ্গলবার  (৫ মে) দিনাজপুর জেলার  অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৭৮৬ টি,  এ পর্যন্ত ৭২৬ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮ জন এবং মৃত ১ জন, সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৪ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১)। তাদের  মধ্যে ২৩ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।