• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ভারতে শক্তিশালী ভুমিকম্প

ছবি-সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ভারতের সিকিমসহ একাধিক রাজ্যে। সোমবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়, এতে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভারতের স্থানীয় সময় সোমবার রাত ৮টা বেজে ৫০ মিনিটে ভূমিকম্প হয় সিকিম এবং ভুটান সীমান্তে।

রিখটর স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎপত্তিস্থল। এতে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিকিম ছাড়াও কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গ, আসাম, নেপাল এবং ভুটানেও।
রাজ্যের দার্জিলিং, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মুর্শিদাবাদ, আসানসোল-সহ একাধিক জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।