সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে নবনির্মিত একটি ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৮ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করণ হয়ে ২০১৯ সালে ট্রেন্ডার প্রক্রিয়া শেষে ভবনের কাজ শুরু হয়। ফরিদপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেন।