• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সংস্থাকে এক সাথে কাজ করতে হবে– বিডা’র নির্বাহী চেয়ারম্যান

ঢাকা, ২১ পৌষ (৫ জানুয়ারি) :

উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য অধিকহারে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে আজ ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এক সমঝোতা  স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে সভাপতির বক্তৃতা করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অবকাঠামোগত উন্নয়নসহ বিনিয়োগ বেড়েছে বহুগুণ। দেশকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিডার পরিচালক মোঃ শাহ্ আলমের উপস্থাপনায় বিডার নির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিডা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।