সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃ সারাদেশ লকডাউন। করোনাভাইরাস সংক্রমনের কারণে সবাই যখন জীবনের ভয়ে ঘরে বন্দী, সেখানে ব্যতিক্রম একজন উপজেলা চেয়ারম্যান! তিনি ছুটে চলেছেন রাতের আঁধারে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী নিয়ে। তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
মঙ্গলবার (৫ মে) বিকালে আটশো’ হতদরিদ্র রোজাদারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করেছেন ভুনা খিচুড়ি। মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছেন প্রথম রমজানের দিন থেকেই। এরপর নিজের বাসায় পরিবারের সদস্যদের সাথে পারতেন সময় কাটাতে। কিন্তু তিনি তো মঞ্জুরুল আলম রাজীব! জনতার চেয়ারম্যান। সাভারবাসীর সকলের ‘প্রিয় রাজীব’! দেশের এই পরিস্থিতিতে কীভাবে বসে থাকেন তিনি?
গাড়ি নিয়ে বের হলেন সাহায্যপ্রার্থী কিছু মানুষের সাহায্যের বার্তা মুঠোফোনে পেয়ে। ইতোপূর্বে তাঁর দেয়া হটলাইন নাম্বারে এরকম ক্ষুদে বার্তা (এসএমএস) কিংবা কল পেয়ে মুহুর্তে ছুটে গেছেন সাহায্যের ডালি নিয়ে। আজও (৫ মে) বের হয়ে অসহায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের দোরগোড়ায় গিয়ে রেখে এলেন খাদ্য সামগ্রী!
এরকম একজন মানুষের কথা লিখে প্রকাশ করা সম্ভব নয়। এক্ষেত্রে সার্বিক দিক বিচার-বিশ্লেষণ করে অনুভব করা যেতে পারে। এজন্য আরো একটু পিছনে যেতে হবে আমাদের।
২২ মার্চ, ২০২০। গণভবনে প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের সাথে করোনা নিয়ে আগাম পরিকল্পনায় বসেন।
পরের দিন ২৩ মার্চ। করোনায় করণীয় বিষয়ে সাভার উপজেলা প্রশাসন সহ নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন উপজেলা চেয়ারম্যান রাজীব। আরও পড়ুন ঃ
করোনায় কঠিন পরীক্ষা আমেরিকার জনগণের
এরপর আর পিছনে ফিরে তাকানো কিংবা থেমে যাবার ফুরসৎ মেলেনি কিংবা পাননি একদন্ড অবসর। সাভার-আশুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে, একজন চেয়ারম্যান নয়- মানবিক স্থান থেকে, মানবিকতার সর্বোচ্চ পরিচয় দিয়ে, এই প্রতিবেদন তৈরী পর্যন্ত নীরবে -নিভৃতে প্রচার বিহীন, দিনে-রাতে, অসহায় মানুষদের পাশাপাশি মধ্যবিত্তদের পাশে থাকা সহ- করোনা নিয়ে কাজ করে চলেছেন মানবতার ফেরিওয়ালা মঞ্জুরুল আলম রাজীব। আরও পড়ুন