দরিদ্র প্রতিবেশীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সাংবাদিক মনির মোল্যা
নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের সালথায় দরিদ্র প্রতিবেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সাংবাদিক মনির মোল্যা।
সোমবার সকালে মনির মোল্যার বাড়ির আশেপাশের ২০ টি বাড়ী বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, লবন পৌছে দিয়েছেন। এ সময় তিনি ২০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মোঃ আবু মোল্যা প্রমুখ।
সাংবাদিক মনির মোল্যা জানান, করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কাজে যেতে পারছে না। তাদের কথা বিবেচনা করেই ব্যাক্তিগত ভাবে আমার সামান্য উপার্যন থেকে আমার বাড়ির আশেপাশের কয়েকটি পরিবারে মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমাজের বৃত্তবান সকলের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেন আপনাদের এলাকার বাড়ির আশেপাশের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
উল্লেখ্য, মনির মোল্যার বাড়ি সালথা উপজেলা সদরের সালথা গ্রামে তিনি ঐ গ্রামের মোঃ আবু মোল্যার একমাত্র ছেলে। মনির মোল্যা দৈনিক আজকালের খবর পত্রিকা সহ সময় নিউজ ডটকম, ফোকাস বিডি টোয়েন্টিফোর ডটকম, বৈশাখ নিউজ ডটকম, ক্রাইম অনুসন্ধান ডট কম, যুবকন্ঠ ডট কম, ওপেন আই টুয়েন্টিফোর ডটকম এ কর্মরত রয়েছেন।