• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“শিক্ষকের কণ্ঠস্বর” শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।

শনিবার (৫ অক্টোবর ২০২৪) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান,
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাবুল ইসলাম,নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা দবির আহমেদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখসহ অনেকে।

সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

এ সময় কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হয়েছে।

কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
৬ অক্টবার ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।