• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় একরাতে একই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরে
দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পরিবারগুলো দাবি, ডাকাতেরা ওই তিন সহোদরের বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বুধবার (৫ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার হলো, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহাআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার পরিবার। তারা তিনজন সহোদর। খোঁজ নিয়ে জানা যায়, রাত দেড়টার দিকে শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকুর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বসতঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর ভাই আবুল খায়ের ও শাহাজাহানের বসতঘরে প্রবেশ করে একইভাবে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু বলেন, আমরা সবাই ঘুমচ্ছিলাম। হঠাৎ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার হাত-পা বেঁধে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে। অপর ক্ষতিগ্রস্ত আবুল খায়ের মিয়ার ছেলে সবুজ মিয়া জানান, ডাকাত দল আমার ও বাবার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ প্রায় তিনলক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ক্ষতিগ্রস্ত পরিবারের শাহাজাহান মিয়ার স্ত্রী সুমি বেগম বলেন, আমরা ঢাকাতে ছিলাম। ডাকাতির খবর পেয়ে সকালে বাড়িতে এসেছি। আমাদের বসতঘরের দরজার তালা ভেঙে ডাকাত দল ভিতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

কবীর হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তাং ৫ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।