দিনাজপুর সদর উপজেলার সুইহারী আশ্রম নিবাসী অপু চক্রবতী ৩০ বছর থেকে মুদিখানার দোকান করে আসছিল। মহামারী করোনাভাইরাসের কারণে মাস খানেকের অধিক সময় থেকে বন্ধ থাকলেও দোকানের সামনে বসে থাকত সকাল থেকে রাত পর্যন্ত । প্রতিদিনের ন্যায় গেলো রাত ১০টায় দোকান থেকে বাসায় যায় খাওয়ার জন্য আর এসময়ে স্বপ্ন ও পরিবারের অন্য যোগানো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খরব দিলে ফায়ার সার্ভিস দল আসার আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়।
দোকানের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন দোকানের মালিক পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, দোকানে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিল।এই আগুন আমাদের পথের ভিখারী বানিয়ে দিল। এখন কি ভাবে আমাদের সংসার চলবে জানিনা।
আগুনের সুত্রপাত সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।এখন তাদের দাবি সরকার যদি তাদের এই অসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলেই তারা পরিবার পরিজন নিয়ে বাঁচার
স্বপ্ন দেখতে পারে।