• ঢাকা
  • শুক্রবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর নদী বন্দরের ভূমি অধিগ্রহণ ও ফোরশোর ম্যাপ প্রস্তুতির জন্য ইজারা বন্ধ

ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নে পদ্মা নদীতে অবস্থিত নদী বন্দরের ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরন প্রদান ও ফোরশোর ম্যাপ প্রস্তুত না হওয়া পর্যন্ত ইজারা কার্যক্রম বন্ধ রেখে সংশ্লিষ্ট দপ্তরের ইজারা নীতিমালা অনুযায়ী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৫ অক্টোবর (সোমবার) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন দপ্তরের উপ-পরিচালক শেখ মো. সেলিম রেজা স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০-২০২১ অর্থ বছরে নবায়নের মাধ্যমে ইজারাকৃত ইজারাদারের ইজারা বাতিল করে ইজারা প্রদান পদ্ধতি ৩৩(খ)(২) অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনার নিমিত্তে কর্তৃ পক্ষের কর্মচারীদের নিয়োজিত করা হলো। আজ ০৬ অক্টোবর মঙ্গলবার রাত ১২ টার পর থেকে ‘ফরিদপুর নদী বন্দরের’ শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পয়েন্ট হতে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে কর্মচারীগণ রাজস্ব আদায় করবে।

এ বিষয়ে ফরিদপুরের নদী বন্দরের ইজারাদার রিয়াজ কর্পোরেশনের মালিক রিয়াজ আহম্মেদ শান্ত বলেন, বন্দর উন্নয়নে সংশ্লিষ্ট কর্ত্পক্ষের যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে স্বাগত জানাই। আমরা বাঅনৌপককে সহযোগিতা করবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।