করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ তৃতীয়বারের মতো ‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন।
শুক্রবার রাতে তিনি ডায়ালাইসিস করান এবং প্লাজমা থেরাপি নেন বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রর জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
শনিবার সকালে তিনি বলেন,‘স্যার একটু ভালো আছেন। অক্সিজেন খুলে দেওয়া হয়েছে।
তিনি সকালে নাস্তা করেছেন। ’
ফরহাদ আরও জানান, এর আগে রাতে ডায়ালাইসিস করান এবং প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন তিনি।
করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিক ছিলেন। তবে শুক্রবার দিনভর তাকে অক্সিজেন সাপোর্ট নিতে হয়।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়।
তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।