ফরিদপুর ইভা সমবায় সমিতির উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ইভা মাল্টি পারপাস সমবায় সমিতি লিঃ । সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর ও শহরের গোয়ালচামট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। এসময় উপস্থিত ছিলেন ইভা মাল্টি পারপাস সমবায় সমিতি লিঃ সভাপতি অরুপ চক্রবর্তী, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ,উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড,প্রশিক্ষক মোঃ আব্বাস আলী,শহর তাতী লীগের সভাপতি মামুনুর রশিদ কুঠি, ইভা মাল্টি পারপাস সমবায় সমিতি লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর পংকজ নন্দী,সদস্য অরুন সাহা,অমিত চক্রবর্তী৷ ,শিব শংকর দাস প্রমুখ। এসময় ১০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল,১কেজি ডাউল, লবন ৫০০গ্রাম,৫০০গ্রাম তৈল,১টি সাবান ও মাক্স বিতরন করা হয়।