দক্ষিনবঙ্গ হতে ঢাকাগামী যাত্রীদের ফেরৎ পাঠাল পুলিশ
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০৬/০৪/২০২০ ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা বিশ্বরোডের বগাইল ঢোলপ্লাজা এলাকায় টহল জোরদার করে ঢাকাগামী যাত্রীদের ফেরৎ পাঠিয়েছে ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ। সোমবার সকাল হতেই চেকপোষ্ট বসিয়ে বাস, ট্রাক, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন থেকে ঢাকাগামী যাত্রীদের টোলপ্লাজা পাড় হতে দেয়নি পুলিশ। দুর-দুরান্ত থেকে আসা এসব যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হলেও সাধুবাদ জানিয়েছে অনেক যাত্রী। ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, সারাদেশে যখন করোনা ভাইরাস নিয়ে সবাই গভীর ভাবে চিন্তিত তখন খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে রাস্তায় বেরুতে পারবেনা। আমরা আজ সকাল হতে বগাইল টোলপ্লাজা ও ফরিদপুর-বরিশাল রোডের নওপাড়া এলাকায় দুটি টহল টিম জোরালো ভারে দায়িত্ব পালন করছে। সরকারি ভাবে পরবতর্ী নিদের্শনা না আসা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হতে এবং রাস্তায় অপ্রয়োজনে গাড়ী না চালাতে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা যেসব যানবাহনে চালকদের মাস্ক নেই তাদের সকলকে মাস্ক বিরতন সহ রাস্তায় জরুরী প্রয়োজন ছাড়া গাড়ী না চালাতে অনুরোধ করছি। লক-ডাউন চলাকালিন সময়ে সকলকে তাদের নৈতিক দায়িত্ব পালন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষার আহবান করেন তিনি।