• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
কানাইপুর বাজার বনিক সমিতি ব্যবস্থাপনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিরজ্ঞনমিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী কানাইপুর বাজার বনিক সমিতি ব্যবস্থাপনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত।

কানাইপুর উচ্চ বিদ্যালয়ে (৬ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৯ টা থেকে ৮ টি বুথে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। ভোটারদের ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে ভোট গ্রহন চলছে।

এবারের নির্বাচনে কানাইপুর বাজার সমিতির মোট ভোটার সংখ্যা ১ হাজার ১ শত ৭২ টির মধ্যে ৯৫৫ টি ভোট দুপুর ২ টার পর্যন্ত কাষ্ট হয়েছে। এখন পর্যন্ত ৮০ % ভোট প্রদান সম্পন্ন হয়েছে।
জানাযায়, দীর্ঘ ১২ বছর পরে নির্বাচন টি অনুষ্ঠিত হচ্ছে।

বনিক সমিতি নির্বাচনে ১৭ টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এর মধ্যে সভাপতি পদে তিন জন মোঃ লিয়াকত আলী মাতুব্বর চাকা প্রতীক নিয়ে , শেখ আকতার আম প্রতীক ও মোঃ হেলাল মিয়া চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে রঘুনাথ শিকদার নিমাই দোয়াত কলম প্রতীক নিয়ে, সোহেল আরমান ছাতা প্রতীক নিয়ে ও খেজুর গাছ প্রতীক নিয়ে মোঃ তুষার খান প্রতিদ্বন্দ্বিতা করছে।

এসময় নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ত্ব পালন করছেন মোঃ জুলফিকার আলী মিনু। নির্বাচন কমিশনার হিসাবে লক্ষন চক্রবর্তী, মোঃ খোকন মাতুব্বর ও সাইফুল আলম কামাল, মোঃ নূর ইসলাম বিশ্বাস। প্রিজাইডিং অফিসার শাহ্ মোঃ শাহাজাহান মোল্লা প্রধান শিক্ষক কানাইপুর উচ্চ বিদ্যালয়।

এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, ডিজিএফআই, এনএসআই সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।