মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-৬/২/২৪
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে কেক কেটে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। বক্তারা দৈনিক যুগান্তরের ২৫ বছর উপলক্ষে যুগান্তরের সফলতা কামনা করেন।
দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেসকাতুল জান্নাত রাবেয়া , ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ ও ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম মোঃ আবু সাঈদ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।