মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-৬/৩/২২
ফরিদপুরের ভাঙ্গা বাজারে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় মুদি ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করাতে তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন খান রুবেল জানান, সয়াবিন তেল বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভাঙ্গা বাজারের মুদি পাইকারি ব্যবসায়ী ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানা করা হয়। বাজার মনিটরিং করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে এমন সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কিছু সময়ের জন্য গা ঢাকা দেন। ভুক্তভোগীরা জানান ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং নিয়মিত পরিচালিত হলে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করতে পারবেনা।