• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
নগরকান্দায় তেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি- রবিবার নগরকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু এবং সহকারী কমিশনার (ভুমি) এন এম আবদুল্লাহ আল মামুন।

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরকান্দা উপজেলা প্রশাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

রবিবার (৬ মার্চ) দুপুরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায়। ৯ মুদি দোকানদারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারন সম্পাদক আক্রামুজ্জামান টিটু, উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত হোসেন সহ নগরকান্দা থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে এই সংবাদে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

শফিকুল খান জনি
০৬ মার্চ ২০২২।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।