বাবু তহশিলদার ইন্তেকাল করেছেন
ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর নিবাসী নুরুল আমিন ( বাবু তহশিলদার) আজ দুপুর সাড়ে বারোটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর।
তিনি অবসরপ্রাপ্ত তহশিলদার ছিলেন।
তিনি স্ত্রী, দুই কন্যা,আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। আজ সকালে থেকে একটু বেশি অসুস্থবোধ করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবেলি গোপালপুরস্থ রেল কলোনী
জামে মসজিদে আজ বাদ আসর মরহুমদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে আলীপুর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।