ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৬/৬/২২
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার সকালে আবু ইউসুফ স্টেডিয়ামে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন।
উপজেলা শিক্ষা অফিসার মুন্সি রুহুল আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মুস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী প্রমুখ।