• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
বোয়ালমারীতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান

সনতচক্রবর্ত্তী: সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। সোমবার (০৬.০৬.২২) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী শাখা এসডিসি মিলনায়তনে এ সাধারন চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় এবং সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসি)র বাস্তবায়নে আগত চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন বি,এন,এস, বি জহুরুল হক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ। এসময় ১৪৫ জন চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এর মধ্যে থেকে বাছায়কৃত ১২জন সানি পড়া চক্ষু রোগীদের ফ্রি সানি অপারশনের যাবতীয় ব্যবস্থা করা হবে। সকালে সাধারন চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, এসডিসির উপ-পরিচালক (মনিটরিং) কাজী হাসান ফিরোজ, এসডিসির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, বিএমএসডির চক্ষু হাসপাতালের সহ-সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।