হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:-ফরিদপুরের মধুখালীতে কিশোর-কিশোরীদের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়নাধীন কিশোর – কিশোরী ক্লাব স্থাপন প্রকণ্পের প্রশিক্ষণপ্রাপ্ত কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার দিক নির্দেশনাও সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অলোকা সেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মধুখালী পৌরসভার কাউন্সিলর নাজমা সুলতানা, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবুল বাশার সহ, অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, গান, কবিতা আবৃতি ও খেলাধুলার বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।