সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের
চাকলাদারডাঙ্গী গ্রামে সোনালী আক্তার (১৪) নামের এক
স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কাজীকে ১বছর
এবং কণের পিতা ও ঘটক কে ৬মাস করে জেল দিয়েছে
ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার ঢেউখালী
ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামের হারুন হাওলাদারের
মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সোনালীর সাথে পাশ্যবতি
দুর্জনখার ডাঙ্গী গ্রামের শহীদ বেপারীর ছেলে রানা
বেপারী (২৫) সাথে গত রবিবার দিবাগত রাতে বাল্যবিয়ের
আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী
মেজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান
আদালত রাত ১১টায় অভিযান চালায়। অভিযানে বর রানা
(২৫) ও বিয়ের কাজী জলিল বেপারী (৫০) কে ১বছর এবং
কনের বাবা হারুন হাওলাদার (৪৫) ও ঘটক নুর মোহাম্মদ
(৫১) কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয় । ২০১৭ সালের
বাল্যবিবাহ আইন-৭ (১) এর ক ও বিয়ের কাজীকে ৮ ধারায়
সাজা প্রদান করা হয়।