তারুণ্যের জয় চিরন্তন। খেলাধুলা ভিত্তিক এই ক্লাবটি খেলাধুলা সহ নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। দেশের এই ক্রান্তিকালে ক্লাবের সদস্যদের নিজ অর্থায়নে, আজ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
ফ্রেন্ডস ফর এভার স্পোর্টিং ক্লাব, নিজ এলাকা সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাসনে একশটি অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি জনাব আতাউর রহমান অভি, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব আব্দুর রব খান সজীব, ফ্রেন্ডস ফর এভার স্পোটিং ক্লাবের সদস্য মোঃ সাগর, মোঃ সোহান, মোঃশহিদুল, মোঃ আবু সাঈদ, মোঃ জাকির, মোঃ লালন, মোঃ জনি, মোঃ মুন্না। এছাড়াও আরো ছাত্রলীগ ও ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস ফর এভার স্পোটিং ক্লাবের এর সদস্যরা জানান, মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ভবিষ্যতে ও তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।