খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬জন
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও অপর ৬জন আহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে আলুটিলার বড় ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙার ভুঁইয়া পাড়ার এলাকার হুরানুর রশীদের মেয়ে। তিনি কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সাথে মাটিরাঙা থেকে খাগড়াছড়ি আসছিল। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে নিয়ে আসায় নুসরাতকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশের উপ পরিদর্শক মো.জাহাঙ্গীর জানান, বেপোরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
নিহতের লাশ হাসপাতালে রয়েছে।