• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ধামরাইয়ে বাস চাপায় নারী নিহত
সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃসাভারের অদূরে ধামরাই উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনির।
এর আগে বুধবার (৬ মে) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহনাজ (৩২), তিনি ধামরাইয়ের উপজেলার কালিদাশ পট্টি এলাকার আওলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, ধামরাইয়ের সুতিপাড়া এলাকার দিকে যাচ্ছিলো নিহত শাহনাজ।  ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় সুতিপাড়া এলাকায় পৌঁছালে একেএইচ কারখানার একটি শ্রমিক পরিবহন তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরিবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।