স্বেচ্ছাসেবী সংগঠন”আমরা করবো জয় ” নিহত প্রতিবন্ধী শিশু ফাতেমার স্মৃতি ধরে রাখতে তার বাবাকে ভ্যানসহ ভেলপুরির একটি দোকান প্রদান করেছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারী রাজেন্দ্র কলেজ গেটে ফিতা কেটে ফাতেমা ভেলপুরি কর্ণারের উদ্বোধন ও হস্তান্তর করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী গোলাম মহিউদ্দিন তসলিম । এসময় “আমরা করবো জয়” এর সভাপতি আহমেদ সৌরভ,সাংগঠনিক সম্পাদক সকাল রায়, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক মোঃ সজিব,সহ- ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন মিরাজ,রক্ত বিষয়ক সম্পাদক নাদিয়া শেখ, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক ছোঁয়া চৌধুরী,সদস্য এ্যাডভোকেট মেহেরুন নিসা স্বপ্না, নাবলু পাটোয়ারী, মেহেদী হাসান জুয়েল,রবিন পালসহ সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন। এ বিষয়ে “আমরা করবো জয়”এর সভাপতি আহমেদ সৌরভ বলেন, ফরিদপুরের চাঞ্চল্যকর প্রতিবন্ধী শিশু ফাতেমা ধর্ষন ও হত্যায় ফরিদপুরবাসী যখন সোচ্চার তখন পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয় অপরাধী। তখন থেকেই বিভিন্ন সহযোগিতা দিয়ে ফাতেমার পরিবারের পাশে আছি আমরা। আজ ফাতেমার বাবার হাতে ভেলপুরির দোকান প্রদান করে আমরা ফাতেমার স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি । আশা করি এই দোকানের আয় দিয়ে তিনি তার পরিবার ভালো মতো চালাতে পারবেন।