• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহা উৎসব

সদরপুর প্রতিনিধি রাকিবুল ইসলামঃ ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের চোখকে ফঁাকি দিয়ে  উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহা উৎসব চলছে।

উপজেলার একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায়, ঢেউখালী ইউনিয়নের চন্দপাড়া পদ্মা-আড়িয়াল খাঁ নদের পুরাতন লঞ্চ ঘাট, আকোটেরচর ইউনিয়নের শয়তান খালী, ভাষানচর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় অবাদে নদ থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করে স্তপ তৈরি করে বালু বিক্রি করে আসছে এক ধরনের অসাধু বালু ব্যবসায়ীরা। সরকার যেখানে নদী ভাঙ্গন রোধে কোটি কোটি টাকা ব্যায় করে বিভিন্ন প্রকল্প কাজ হাতে নিলেও তা ভেস্তে যাচ্ছে। ফলে পদ্মা-আড়িয়াল খাঁ এলাকার সাধারণ মানুষ নদী ভাঙ্গনের কবলে ফসলি জমি, ঘর-বাড়ি হারিয়ে প্রতি বছর আশ্রয়হীনের শিকার হচ্ছে।

উক্ত ব্যবসায়ীরা রাতের আধারে বালুবাহী ড্রাম ট্রাকের চলাচলে বিকট শব্দের কারণে ওই সকল এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বৃদ্ধা ও শিশুরা ঘুমাতে পারছে না ।

উক্ত এলাকার সাধারণ মানুষ অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যসংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।