• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
মেঘনায় নৌকা ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের মেঘনা নদীতে নৌকা  ডুবি’র ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা সবাই  সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্কুল ছাত্রসহ দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (০৬ মে) সকালে বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরকিল্লা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অসীম কুমার সিকদার।
মৃত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর ছেলে আব্দুর রব বেপারীর (৬০) ও একই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ভূঁইয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রাজিব ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে চরকিল্লা থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহী নৌকা ১৪ জন আরোহী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিল। এসময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এতে চালক ও সাথে থাকা  ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই যন নিখোঁজ ছিল। পরে যেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল ১০টা এবং ১২টার দিকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।