রাজশাহীর জেলার বাঘা উপজেলায় পীরগাছা গ্রামে ওয়াসিম হোসেন নামের এক ভ্রাম্যমান কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা মোড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়দের কাছথেকে জানাযায় , কুষ্টিয়া সদরের হরিপুর মহল্লার আবদুস সামাদের ছেলে ওয়াসিম হোসেন (৪৫) দীঘদিন থেকে বাউসা এলাকায় ভ্রাম্যমান ভাবে ছিট কাপড়ের ব্যবসা করে আসছিলেন। সোমবার গ্রামে গ্রামে ঘুরে ক্লান্ত হয়ে সকাল ১১টার দিকে পীরগাছা মোড়ের এক বাঁশের মাচার উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সে হটাৎ অসুস্থ হয়ে ওই বাঁশের মাচার উপরই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৃত ওয়াসিম হোসেনের ভাই জসিম উদ্দিন বলেন, আমার ভাই বাঘা এলাকায় ভ্যাম্যমান হিসেবে ছিট কাপড়ের ব্যবসা করে। কয়েক দিন আগে বাড়ি থেকে এই এলাকায় এসেছে। সে কোন কোন সময়ে বিভিন্ন প্রতিষ্টানের বারান্দায় আবার কোন সময়ে সুহৃয় ব্যক্তির বাড়ি থাকে। সকাল হলেই কাপড়ের গিট নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ব্যবসা করে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তার আত্মীয়ের খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে গেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা গেছে, তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে।