• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি কেটে বালু উত্তোলন করার মহোৎসব চলছে। উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের বেড়াদি মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে এ বালু উত্তোলন করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে ওই গ্রামের ড্রেজার মালিক আলমগীর হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গত রবিবার থেকে ড্রেজার মালিক আলমগীর হোসেন সাতৈর ইউনিয়নের বেড়াদি মাঠে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে আশেপাশের কয়েকজন কৃষকের ফসলি জমি নষ্ট হচ্ছে বলে জানা গেছে। এ কারণে উপজেলায় ফসলি জমি হ্রাস পাচ্ছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।