কে এম রুবেল, ফরিদপুর।
ফরিদপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত ১৪টি পরিবারের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসো জাতি গড়ি (এজাগ)।
এসো জাতি গড়ি (এজাগ) কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার বিকেলে শহরের গোয়ালচামট সংস্থার কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভ্যান গাড়ি বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, এসো জাতি গড়ি (এজাগ) এর চেয়ারম্যান তাসলিমা আক্তারী, নির্বাহী পরিচালক নাজমা আক্তার প্রমুখ।
এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, পায়ে চালিত পরিবেশ বান্ধব ভ্যান গাড়ি চালিয়ে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। দুর হবে অভাব তাদের সন্তানদের লেখাপড়ায় অগ্রগতিসহ অর্থনৈতিক উন্নয়ন
ঘটাবে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, এগাজ যে কাজটি করছে, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এই ভ্যান গাড়ি যারা পেয়েছেন তারা সঠিক ভাবে ভ্যান চালিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তণ ঘটাতে পারবেন।
অর্ধনৈতিক ভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন।