সদরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত
সাব্বির হাসান, সদরপুর, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
311 বার দেখা হয়েছে
০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সদরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাসপাতাল মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল।