চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চরভদ্রাসন থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম। রোববার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইনের
সভাকক্ষে আয়োজিত মাসিক কল্যান সভায় মোঃ জিয়ারুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে তাকে পুরস্কৃত করা হয়।
সভায়, ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা উপস্থিত থেকে মোঃ জিয়ারুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করার পর পুরস্কৃত করেন।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ জামাল পাশা ও অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের
চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন
কর ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম অনুভুতি ব্যাক্ত করে বলেন, “ প্রত্যেক পুরস্কারই কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্যের গতি আরও বাড়িয়ে দেয়। তিনি
পুলিশ সুপার মহোদয়ের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ ও দশের সেবায় আরও বেশী দায়িত্বশীল হওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন”।