শহীদ সুফি ফুটবল টুনামেন্টে করিম স্মৃতির জয়লাভ করেছে।
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ সুফি ফুটবল টুনামেন্টে আজ মঙ্গলবার এর খেলায় জয় লাভ করেছে করিম স্মৃতি একাদশ। এদিন বিকেলে তারা লিগেল ফাইটার একাদশকে ৩-১ গোলে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন কাত্তিক মুন্না ও অনি। অন্যদিকে বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন আকাশ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন শংকর। আগামীকাল প্রতিযোগিতার আরও একটা খেলা অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।