মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৬ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেসমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, চরভদ্রাসন, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোঃ মোতালেব মোল্লা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদ , চরভদ্রাসন, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও হাবীবুর রহমান হাবীব, বীর মুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্হা, চরভদ্রাসন , ফরিদপুর।
স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। প্রতিযোগিতায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মৌলভীরচর উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকের উপস্হিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।