নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
আজ (৬ নভেম্বর) রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উদ্ভাবনী মেলার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
আগামীকাল (৭ নভেম্বর) সোমবার সকাল ৯ টায় উপজেলা চত্বরে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সম্পর্কে সাংবাদিকদের তিনি জানান, একদিনের এই ডিজিটাল মেলা অনুষ্ঠিত হবে। এতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ২০ টি স্টলের মাধ্যমে মেলায় ডিজিটাল উদ্ভাবনী অংশ গ্রহন করবে। ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড-২০২২ মেলার উদ্বোধন করবেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
প্রেস ব্রিফিং’এ উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।