• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
করোনা দূর্যোগে সরকারের ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে-ত্রাণ প্রতিমন্ত্রী

সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান বলেছেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন সরকার জনসাধারণকে মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে। আজ বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক শত অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পিছু আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন থেকে এই টাকা পর উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌছে যাবে। ইতিমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে যার মাধ্যমে মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।

ত্রাণ বিতরণকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক,সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।