ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ৫ মার্চ সকাল ৮ টায় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ অাহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মোজাফফর হোসেন মিয়া (বাবলু) মেয়র বোয়ালমারী পৌরসভা, জনাব মোঃশাহ্জাহান মীরদাহ্ পিকুল সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন কলেজের গভনিং বডির সম্মানিত সদস্য জনাব মোঃ আকরামুজ্জামান মৃধা রুকু, জনাব সালাউদ্দিন মৃধা মিলন, মোঃ মুহিদুল ইসলাম মহু, সাবেক গভনিং বডির সদস্য জনাব আ স ম ওয়াহিদুজ্জামান তিতাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ আসাদুল করিম প্রমুখ।