মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ কমিটির সভাপতি হিমায়েত কাজীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ফিরোজ আল মাহমুদ ও ছাত্রলীগ নেতা বাকি বিল্লাহ। সংগঠনের সাধারন সম্পাদক অমর ফারুক ইয়ামিনের সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক হোসাইন আলী, সংগঠনিক সম্পাদক আরিফ খান প্রমুখ।