চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসরাইল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নাচোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, মরহুমের কবরস্থানে গিয়ে গৌড় জিয়ারত শেষে খোলসী উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ অহাব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাঃ জিয়াউর রহমান, শিবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সামীল উদ্দিন আহমেদ শিমুল, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার, নেজামপুর ইউনিয়নের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জৌতিসহ বিভিন্ন অঙ্গ সগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।